Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের পোশাক খুলিয়ে তল্লাশি চালাতে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

সন্দেহভাজন কোনও মহিলার পোশাক খুলিয়ে তল্লাশি চালাতে পারবেন রূপান্তরিত নারী পুলিশ কর্মকর্তারা। ব্রিটিশ পুলিশের নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রূপান্তরকামী ব্যক্তি সম্প‚র্ণ রূপান্তরিত পুরুষ নাকি মহিলা প্রথমে তা চিহ্নিত করতে হবে। যদি তিনি সম্প‚র্ণ রূপান্তরিত মহিলা হন, সেই মুহ‚র্ত থেকেই তিনি মহিলাদের তল্লাশির কাজ করতে পারবেন। যদি আটক ব্যক্তি তল্লাশিতে আপত্তি জানান, তা হলে সেই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া যেতে পারে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। সে ক্ষেত্রে দেখতে হবে, আটক ব্যক্তি কিসের ভিত্তিতে তল্লাশিতে আপত্তি জানাচ্ছেন। যদি সেই আপত্তি বৈষম্যমূলক আচরণের ভিত্তিতে হয় তা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। ব্রিটিশ পুলিশের এই নতুন নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন মহিলারা। তাদের অভিযোগ, এই নির্দেশিকা মহিলাদের পক্ষে না হয়ে বিপক্ষেই বেশি গিয়েছে। ক্যাথি লার্কম্যান নামে ব্রিটিশ পুলিশের সাবেক কর্মকর্তা দাবি করেছেন, নতুন নির্দেশিকায় পুলিশের প্রতি মহিলাদের আস্থা আরও কমবে বই বাড়বে না। গত বছরের মার্চে সারা এভেরার্ড নামে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ এবং খুন করার অভিযোগ উঠেছিল কর্তব্যরত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশের ভ‚মিকা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। পুলিশের প্রতি মহিলাদের আস্থা ফেরাতে বেশ কিছু ক্ষেত্রে রদবদল করা হয়। তবে মহিলাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তাদের তল্লাশির ক্ষেত্রে রূপান্তিরত মহিলা পুলিশকর্মীদের কাজে লাগানোর বিষয়টি কিন্তু মেনে নিতে পারছেন না অনেকেই। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীদের পোশাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ