Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহীন-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

পাকিস্তান শনিবার ভ‚মি থেকে ভ‚মিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহীন-৩ নিক্ষেপের সফল পরীক্ষা করেছে। দেশটির সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক দপ্তর একথা জানিয়েছে। শাহীন-৩ হচ্ছে ২,৭৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে দূরবর্তী বিন্দুতে পৌঁছতে সক্ষম। সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘পরীক্ষামূলক উড্ডয়নের লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রটির ব্যবস্থার বিভিন্ন নকশা এবং প্রযুক্তিগত বিষয়গুলো আবার যাচাই করা। প্রধানমন্ত্রী ইমরান খান সফল উৎক্ষেপণের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। গত বছর জানুয়ারিতেও একই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। শাহীন-৩ ক্ষেপণাস্ত্রের জ্বালানি কঠিন ধরনের। দ্য ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ