নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চতুর্থ দিনেও রাজকোটের উইকেট বোলারদের সুরে কথা বলল না। চা বিরতির আগে ভারতের ৬ উইকেট তুলে নিয়ে শেষ সেশনটা নির্বিঘেœ কাটিয়ে দিলেন কুক-হামিদ জুটি। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ইতোমধ্যে ১৬৩ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড চাইলে জাদুকরি কিছু দেখাতেও পারে। তবে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে অ্যালিস্টার কুক ঝুঁকি নেবেন কিনা সেটাও দেখার। না হলে ম্যাড়মেড়ে ড্র’ই হতে যাচ্ছে ম্যাচের ভাগ্য।
৪ উইকেটে ৩১৯ রান দিয়ে দিন শুরু করা স্বাগতিকরা প্রথম পানিপানের আগেই রাহানে (১৩) আর কোহলিকে (৪০) হারিয়ে বিপাকে পড়ে। ৭০ রানের ইনিংস দিয়ে সেই ধাক্কা সামাল দেন রভিচন্দ্রন আশ্বিন। দলীয় ৪৮৮ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার। ৪৯ রানে এগিয়ে থেকে ব্যাট শুরু করা ইংল্যান্ড ৩৭ ওভারে কোনো অঘটন ছাড়াই যোগ করে আরো ১১৪ রান। ৪৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক কুক। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৬২ রানে অপরাজিত আছেন হাসিব হামিদ।
ইংল্যান্ড : ৫৩৭ ও ১১৪/০ (হামিদ ৬২*, কুক ৪৬*)।
ভারত : ৪৮৮ (বিজয় ১২৬, পুজারা ১২৪, আশ্বিন ৭০; রশিদ ৪/১১৪)।
চতুর্থ দিন শেষে ১০ উইকেট হাতে রেখে ইংল্যান্ড ১৬৩ রানে এগিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।