নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দিয়েছে ফেনী সকার। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ১-১ ড্র করে তারা। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচের ৪০তম মিনিটে ইয়াইয়া সির ফ্রি কিক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দিলে এগিয়ে যাওয়ার ভালো সুযোগটি নষ্ট হয় মোহামেডানের। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে এগিয়ে যায় মোহামেডান। ৫১তম মিনিটে ইসমাইল বাঙ্গুরার ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ছোট ডি বক্সের একটু বাইরে থেকে লক্ষ্যভেদ করেন মাশুক মিয়া জনি। একটু পর থুয়াম ফ্রাঙ্কের ফ্রি-কিক পোস্টে লেগে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি ফেনী সকারের। তবে দলটির হতাশা দূর হয় ৫৫তম মিনিটে। হিমুর বাড়ানো বল ফ্রাঙ্ক বুক দিয়ে নামিয়ে উচে ফেলিক্সকে দেন। নাইজেরিয়ার এই ফরোয়ার্ড প্লেসিং শটে স্কোরলাইন ১-১ করেন। লিগে এটি মোহামেডানের সপ্তম ড্র। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে তারা। ১০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে ফেনী সকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।