Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশকে দেউলিয়া করে দেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি

বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের বেশ কিছু নয়া সামরিক চুক্তি সম্পাদনের অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে সিপিবি। গতকাল শনিবার দলটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই অভিযোগ তুলে নিন্দা জানান।

সিপিবি নেতারা বলেন, সম্প্রতি সরকার আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বিরোধী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে দুটি সামরিক চুক্তি সম্পাদনের পাঁয়তারা শুরু করেছে। বর্তমানে সে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া আরো অগ্রসর হয়েছে। ‘ইন্দো-প্যাসিফিক স্ট্যাটাজির’ মার্কিনি কাঠামোর অধীনে সরকার ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট’ ও ‘একুইজিশন ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট’ নামের এই দুটি চুক্তি করার দিকে অগ্রসর হচ্ছে। তারা বলেন, এই দুটি চুক্তি সম্পাদিত হলে, বাংলাদেশের ওপর মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক নজরদারি এবং আধিপত্য আরও বেড়ে যাবে। বাংলাদেশের সামরিক তথ্য ও নিরাপত্তা সংক্রান্ত অনেক স্পর্শকাতর তথ্য মার্কিনের হস্তগত হবে। এটা দেশের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার প্রতি হুমকি।

বাম দলটিল নেতারা আরও বলেন, তথাকথিত নিরাপত্তা সহযোগিতা সংলাপের নামে ৬ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে মার্কিন ও বাংলাদেশ সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের আসল উদ্দেশ্য হলো, এই চুক্তিসমূহ সম্পাদন করা। বহুদিন ধরে এ দেশের মানুষ জোট-নিরপেক্ষ নীতির আন্দোলন পরিচালনা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশে একটি মৌলিক নীতি হিসেবে স্বীকৃত হয়েছিল, সরকারের এমন তৎপরতা তার সরাসরি বরখেলাপ। এর ফলে দেশকে সাম্রাজ্যবাদের অভিপ্রায় পূরণের জন্য আন্তর্জাতিক উত্তেজনা ও সংঘাতের মধ্যে টেনে নেওয়ার বিপদ সৃষ্টি হবে। বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে দেশের মানুষের জীবনে যখন নাভিশ্বাস উঠেছে, যখন দেশে জাতীয় অর্থনীতিতে লুটপাট, যখন দেশে নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে, তখন এ ধরনের চুক্তি দেশকে আরও দেউলিয়া করে দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ