মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নানা নাটকীয়তার পর সুপ্রিম কোর্টের আদেশে আজ শনিবার অধিবেশন বসেছে পাকিস্তানের পার্লামেন্টে। আজ ইফতারের বিরতি শেষে রাত ৮টার পর অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরুর সম্ভাবনা থাকলেও এদিনই আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। -খবর ডনের
রিভিউ পিটিশনে পিটিআই বলেছে, সংসদের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না। স্থানীয় সময় রাত ৮টার পর অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরুর পর স্পিকার আসাদ কায়সার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। পরে জোহরের নামাজের বিরতির পর আবার তা শুরু হয়। সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিলম্বিত করার অভিযোগ করেছেন পাকিস্তানের বিরোধীদলগুলোর নেতারা।
এর আগে, গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কাসিম সুরির দেওয়া অনাস্থা প্রস্তাব খারিজের রায় পাকিস্তানের আইন এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সুপ্রিম কোর্ট ওই রায় বাতিল করেন। একইসঙ্গে পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন অব্যাহত রাখার আদেশ দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।