Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের দলের রিভিউ পিটিশন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৮:১৫ পিএম

নানা নাটকীয়তার পর সুপ্রিম কোর্টের আদেশে আজ শনিবার অধিবেশন বসেছে পাকিস্তানের পার্লামেন্টে। আজ ইফতারের বিরতি শেষে রাত ৮টার পর অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরুর সম্ভাবনা থাকলেও এদিনই আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। -খবর ডনের

রিভিউ পিটিশনে পিটিআই বলেছে, সংসদের ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না। স্থানীয় সময় রাত ৮টার পর অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরুর পর স্পিকার আসাদ কায়সার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। পরে জোহরের নামাজের বিরতির পর আবার তা শুরু হয়। সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিলম্বিত করার অভিযোগ করেছেন পাকিস্তানের বিরোধীদলগুলোর নেতারা।

এর আগে, গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কাসিম সুরির দেওয়া অনাস্থা প্রস্তাব খারিজের রায় পাকিস্তানের আইন এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সুপ্রিম কোর্ট ওই রায় বাতিল করেন। একইসঙ্গে পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন অব্যাহত রাখার আদেশ দেওয়া হয়।



 

Show all comments
  • mohammad Quayum ৯ এপ্রিল, ২০২২, ১০:১৬ পিএম says : 0
    নির্বাচিত প্রতিনিধিদের সরানো সুপ্রিম কোর্টের এখতিয়ার না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ