Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোবা মসজিদের পরিধি দশগুণ বাড়ানো হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম


ইনকিলাব ডেস্ক : মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর হাতে তৈরি কোবা মসজিদের পরিধি দশগুণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর আল-আরাবিয়ার। কোবা মসজিদটি অবস্থিত মদিনা শহরে। এটি ইসলামের ইতিহাসে তৈরিকৃত প্রথম মসজিদ। এটি তৈরি করেছিলেন হজরত মোহাম্মদ (সা.)। বর্তমানে মসজিদটির দৈর্ঘ্য হলো প্রায় ৫ হাজার মিটার। এখন এটির পরিধি বাড়িয়ে ৫০ হাজার মিটার করা হবে। মসজিদটির ইতিহাসে এর আগে এত বড় উন্নয়ন করা হয়নি। আর পরিধি বাড়ানোর কাজ শেষ হলে এ মসজিদে একসঙ্গে ৬৬ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। মদিনায় অবস্থিত কোবা মসজিদটি হজরত মোহাম্মদ (সা.)-এর সমাধিস্থল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ ও মহানবীর হাতে তৈরি হওয়ায় এ মসজিদে বিদেশ ও সউদী আরবের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর অনেক দর্শনার্থী ও মুসলমান নামাজ আদায় করতে আসেন। ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের সুবিধার জন্যই মসজিদটির পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রিন্স সালমান। আল-আরাবিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোবা মসজিদের পরিধি দশগুণ বাড়ানো হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ