নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলা নিশ্চিত করেছেন বাংলাদেশের চার ভারোত্তোলক। সবার আগে আশিকুর রহমান বার্মিংহাম কমনওয়েলথ গেমসের টিকিট কাটলেও তার পরে এ আসরে খেলা নিশ্চিত করেন টানা দুই সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত ও উদীয়মান মারজানা আক্তার ইকরা। আর চতুর্থ ভারোত্তোলক হিসেবে বার্মিংহামে যাওয়া নিশ্চিত করেছেন মনিরা কাজী। তিনি খেলবেন ৭৬ কেজি ওজন শ্রেনীতে। গতকাল এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বার্মিংহাম কমনওয়েলথ গেমসে আমাদের চার ভারোত্তোলকের যাওয়া চূড়ান্ত হয়েছে। আশিকুর রহমান ৫৫ কেজি, মাবিয়া আক্তার সীমান্ত ৬৪ কেজি, মারজানা আক্তার ইকরা ৪৯ কেজি এবং মনিরা কাজী খেলবে ৭৬ কেজি ওজন শ্রেণীতে।’ সর্বশেষ ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে খেলেছিলেন বাংলাদেশের পাঁচ ভারোত্তোলক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।