Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে পৃথক অগ্নিকান্ডে ১৮টি ঘর ছাই, ৫ কোটি টাকার ক্ষতি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ৫:৩৪ পিএম

কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলার পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১০টি দোকান ও ৮টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে দোকান ও ঘরগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত তারাবির নামাজের পর দোকান বন্ধ করে নিজ-নিজ বাড়িতে চলে যায় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরীহাট বাজারের ব্যবসায়ীরা। রাত আড়াইটার দিকে মধ্য বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্ত্বের মধ্যে আগুন দ্রুত দু’পাশে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে। এসময় বিষয়টি কবিরহাট ফায়ার সার্ভিসকে অবগত করলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরআগে আগুনে বাজারের জসিম স্টোর, জামাল স্টোর, সেলিম ফল দোকান, মফিজ অটোরিকশা গ্যারেজ, নাসির মিষ্টি ভান্ডার, আলমগীর স্টোর, রাশেদ কম্পিউটার, বেদু কসমেটিকস, মোর্শেদ স্বর্ণ শিল্পালয়, সুমন বস্ত্র বিতান সম্পুন্ন পুড়ে ছাই হয়ে যায়।

বাজার কমিটির সভাপতি আবদুল মন্নান জসিম বলেন, কয়েকটি দোকানে গ্যাসের সিলিন্ডার থাকার আগুন দ্রুত ছড়িয়েছে এবং তার ভয়াবহতা বেশি ছিল। ক্ষতিগ্রস্থ দোকাগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ৪ কোটি ৭০লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল কোম্পানী ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করে তাদের দোকানগুলো পুনঃরায় চালু করার ব্যবস্থা করা হবে। আমি ব্যক্তিগতভাবে ও নিজে জিম্মা হয়ে তাদের ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিবো। এছাড়াও তাদের সরকারিভাবে সহযোগিতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এরআগে বৃহস্পিতবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের মুন্সি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ওই বাড়ির ৭টি বসত ঘরে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডের তথ্যগুলো নিশ্চিত করেছেন কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম ও সোনাইমুড়ীর স্টেশন অফিসার রাকিবুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ