Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাগের দাম ৭৮ লাখ! বুশরা বিবির পলাতক বান্ধবীকে নিয়ে জোর চর্চা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ২:০৩ পিএম

যেকোনও মুহূর্তে গ্রেফতার করা হতে পারে তাকে! স্রেফ এই ভয়েই ইমরান খানের বর্তমান স্ত্রী বুশরা বিবির এক ঘনিষ্ঠ বান্ধবী পাকিস্তান ছেড়ে দুবাই পালিয়েছেন বলে দাবি বিরোধীদের! তার নাম ফারাহ খান। আর তারপর থেকেই চর্চা শুরু হয়েছে ফারাহর ৯০ হাজার ডলারের ব্যাগ নিয়ে! হ্যাঁ! আপনি ঠিকই পড়ছেন। একটি ব্যাগের দাম ৯০ হাজার মার্কিন ডলার! অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় দামের পরিমাণটা হল প্রায় ৭৮ লাখ টাকা!

সূত্রের খবর, বুশরা বিবির এই বান্ধবীটির বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে, ইমরান খানের অবস্থাও খারাপ। এই অবস্থায় আর কোনও ঝুঁকি নেননি ফারাহ। গত রবিবারই পাকিস্তান ছেড়ে দুবাই পালান তিনি। আর তারপরই টুইটারে তার একটি ছবি ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, যে বিমানে ফারাহ সফর করছেন, সেটি এক কথায় বিলাবহুল! আর তার পায়ের কাছে রাখা রয়েছে বেগুনি রঙের একটি ব্যাগ। সূত্রের দাবি, এই ব্যাগের দামই নাকি ৯০ হাজার মার্কিন ডলার!

এই ছবি কবেকার, সেটা স্পষ্ট নয়। তবে পাকিস্তানের বিরোধী দলগুলির সদস্যদর দাবি, এই ছবি এখনকার। তারা অভিযোগ করছেন, বুশরা বিবির বান্ধবী দুর্নীতিতে অভিযুক্ত হয়ে অতি মূল্যবান ব্যাগ-সহ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এবং এই ব্যাগটির দাম যে ৯০ হাজার ডলার, সেটিও তারাই সামনে এনেছেন।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা PML-N নেত্রী রোমিনা খুরশিদ আলম এই বিষয়ে একটি টুইট করেছেন। তাতে তিনি ফারাহ সংশ্লিষ্ট ছবিটি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে, "ফারাহ খান, বুশরার এই মহিলা প্রতিনিধি পালিয়ে গিয়েছেন। ওর সঙ্গে যে ব্যাগটি রয়েছে, সেটির দাম ৯০ হাজার মার্কিন ডলার। হ্যাঁ। ওটার দাম নব্বই হাজার মার্কিন ডলার।"

এই টুইট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু মানুষ সেটিকে রিটুইট করেন। অনেকেই কমেন্ট করেছেন। একজন টুইটার ইউজার যেমন লিখেছেন, "প্রাইভেট জেটে দুবাই যেতেই ৫০ হাজার মার্কিন ডলারের বেশি খরচ হয়।" এই ঘটনায় অনেকেই বড়সড় আর্থিক দুর্নীতির গন্ধ পাচ্ছেন। প্রসঙ্গত, ফারাহর স্বামী আগেই পাকিস্তান ছেড়ে পালিয়েছেন। এবার তিনিও পালালেন! সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ