মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্রিসে রাশিয়ান কূটনৈতিক এবং কনস্যুলার মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন এবং কনস্যুলার সম্পর্কের ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ান রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত সম্পর্কে আগে অবহিত করা হয়েছে।
বিবৃতিতে কূটনীতিকদের প্রস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
এর আগে তিন রুশ কূটনীতিককে বহিষ্কার করে নরওয়ে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেছেন, রাশিয়ার তিনজন বহিষ্কৃত কূটনীতিক এমন সব কর্মকাণ্ড পরিচালনা করছিলেন, যা তাদের কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নরওয়ে সরকার বলছে, বহিষ্কৃতরা কূটনীতিক পরিচয়ের আড়ালে গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত ছিলেন।
নরওয়েজীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, কিয়েভের বাইরের বুচা শহরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার বাহিনীর বীভৎস গণহত্যার খবর প্রকাশ পাওয়ার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী হুইটফেল্ড এ প্রসঙ্গে বলেন, 'আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্র এবং অংশীদারদের সঙ্গে যৌথভাবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেব। এ ছাড়া ইউক্রেনের প্রতি জোরাল সমর্থন জানিয়ে একসঙ্গে প্রচেষ্টা চালানো অব্যাহত রাখব। ’
এর আরো আগে একই ধরনের কারণে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ ডেনমার্ক ১৫ জন এবং সুইডেন তিন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এ ছাড়া জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, লিথুয়ানিয়াসহ কয়েকটি দেশ রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।