নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দারুণ ছন্দে থাকা বাবর আজমের ফিফটিতে দেড়শো ছাড়িয়ে লড়াইয়ের পুঁজি পেয়েছিল পাকিস্তান। তবে শেষঠা রাঙানো হলো না পাকিস্তান অধিনায়কের। রান তাড়ায় ট্রেভিস হেডের উত্তাল শুরুর পর ফিফটি আসে অ্যারন ফিঞ্চের ব্যাটে, কার্যকর ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস ও বেন ম্যাকডারমট। আর তাতে ঐতিহাসিক সফরের একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। গতপরশু রাতে লাহোরে পাকিস্তানিদের ১৬২ রান পেরুতো ৭ উইকেট আর ৫ বল আগ পর্যন্ত অপেক্ষা করতে হয় ক্ষুদ্র ফরম্যাটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের জয়ে ৪৫ বলে ৫৫ করেন ফিঞ্চ। বল হাতে পাকিস্তানকে আটকে রাখতে ২৮ রানে ৪ উইকেট নেন ন্যাথান এলিস।
১৬৩ রান তাড়ায় নেমে শুরু থেকেই ঝড় তুলেন হেড। চার-ছয়ে বেসামাল করে দেন পাকিস্তানকে। অবশ্য বেশি লম্বা হয়নি তার ইনিংস। চতুরথ ওভারে হারিস রউফের শিকার হয়ে ফেরেন ১৪ বলে ২৬ করে। ততক্ষণে স্কোর বোর্ডে এসে গেছে ৪০ রান। এই সুর ধরেই এগুতে থাকে সফরকারীরা। ফিঞ্চের সঙ্গে জুটি বাধেন জস ইংলিস। দ্বিতীয় উইকেটে এই জুটিতেও আসে ৪৪ রান। ফিঞ্চ এক পাশ আগলে রান বাড়ালেও ইংলিস ছিলেন আগ্রাসী। ১৫ বলে ২৪ করে উসমান কাদিরের শিকার হন তিনি। মারনাস লাবুশানেও কাদিসের বলে দ্রুত কাবু হলে ম্যাচে ফেরার আশা ছিল স্বাগতিকদের। তা গুঁড়িয়ে দেন স্টয়নিস। নেমেই ৫ চারে ৯ বলে ২৩ করে সমীকরণ সহজ করে দিয়ে যান তিনি। ক্যামেরন গ্রিন না পারলেও ম্যাকডারমট সেরেছেন বাকিটা। ৪৫ বলে ৫৫ করে ফিঞ্চ থামেন শাহীন আফ্রিদির বলে। তবে তাতে ম্যাচে তেমন প্রভাব তৈরি হয়নি।
এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে শুরুটা বেশ ভাল করে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজম মিলে দলকে দেন উড়ন্ত শুরু। ৮ম ওভারে ৬৭ রানের জুটির পর ফেরেন ১৯ বলে ২৩ করা রিজওয়ান। ফখর জামান এসেই বিদায় নেন, ইফতেখার আহমেদও পারেননি। খুশদিল শাহ সময় নিয়ে থিতু হয়ে কাজে লাগাতে পারেননি। ন্যাথান এলিসের একের পর এক শিকার হতে থাকেন তারা। এক পাশে উইকে পতনের মাঝে ফিফটি করে দলকে লড়াইয়ের অবস্থানে নিয়েছিলেন বাবর। কিন্তু ৪৬ বলে তার ৬ চার ২ ছক্কার ৬৬ রানের ইনিংসটা পরে বিফলেই গেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।