Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়া দিবস পালিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এই স্লোগানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এদিন সকাল ৭টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সস্থ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবসের কার্যক্রম শুরু করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স থেকে র‌্যালি বের হয়। যা হাইকোর্ট, শিক্ষাভবন প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, এনএসসি সচিব পরিমল সিংহ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু. আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলামসহ অন্যান্য ফেডারেশনের কর্মকর্তাসহ ফুটবল, হকিসহ বিভিন্ন সার্ভিসেস দলের খেলোয়াড় ও ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা। র‌্যালি শেষে এনএসসির টাওয়ারস্থ শেখ কামাল অডিটোরিয়ামে সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজে এখন মাদকের প্রভাব ব্যাপক। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে ক্রীড়াঙ্গণকে বড় ভূমিকা রাখতে হবে। একজন ক্রীড়াবিদ ও সংগঠক মাদক থেকে দূরে থাকেন। কোন ক্রীড়াবিদ মাদক গ্রহন করতে পারে না।’ তিনি যোগ করেন, ‘মাদকহীন সমাজ গড়ে আমরা জাতির পিতার সোনার বাংলা উপহার দেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রীড়া দিবস পালিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ