Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাসাঞ্জকে ক্ষমার আহ্বান

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমা করে দিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসাঞ্জের সমর্থকরা। ২০১০ সাল থেকে উইকিলিকসের বিভিন্ন গোপন নথি প্রকাশের কারণে বেকায়দায় পড়ে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য বিচার এড়াতে তখন থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ। প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন সময় ডেমোক্রেটদের গোপন ই-মেইল প্রকাশ করে উইকিলিকস। হিলারিকে অযোগ্য বলে উল্লেখ করার পাশাপাশি ট্রাম্পের প্রতি প্রত্যক্ষ সমর্থনও দেন অ্যাসাঞ্জ। এবার ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায়, উইকিলিকস প্রতিষ্ঠাতাকে ক্ষমা করে দিতে অনলাইনে পিটিশন স্বাক্ষর শুরু করেছে আমেরিকানরা। এরই মধ্যে পাঁচ হাজার মানুষ এতে স্বাক্ষর করেছে। অ্যাসাঞ্জকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়ে ট্রাম্পের প্রতি টুইটও করেছে বহু আমেরিকান। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাসাঞ্জকে ক্ষমার আহ্বান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ