Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের প্রতি ভোটে খরচ পাঁচ ডলার

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারাতে ভোট পিছু মাত্র পাঁচ ডলার ব্যয় করেছেন ডোনাল্ড ট্রাম্প। মজার ব্যাপার হলো, ২০১২ সালের পুনর্নিবাচনে বারাক ওবামা যা ব্যয় করেছিলেন তার এক-তৃতীয়াংশেই কাজ সেরেছেন এই সুচতুর ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে জানেন ট্রাম্প। সেই সঙ্গে ছিল তার বাগাড়ম্বরতা। তার ওপর নিখর্চায় টিভি টাইম জোগাড় করায় তিনি সিদ্ধহস্ত। এই তিনের সংমিশ্রণে ক্লিন্টনের প্রায় অর্ধেক খরচে নির্বাচন সাঙ্গ করেছেন ডোনাল্ড ট্রাম্প, সফলভাবে। অন্তত রয়টার্সের বিশ্লেষণ তাই বলছে। ট্রাম্পের এই জয়ের ফলে যুক্তরাষ্ট্রে এখন নির্বাচন জেতার নতুন মডেল নিয়ে আলোচনা শুর হয়েছে। তবে ট্রাম্পের জয়ের একটা বড় উপাদান ছিলেন তিনি নিজেই। তার নিজের নামের নানা লাক্সারি হাইরাইজ, হোটেল ও ক্যাসিনো; তিনি রিয়্যালিটি টিভির স্টার; এছাড়া তাকে নিয়ে সর্বক্ষণ বিতর্ক চলার ফলে তিনি সবসময়েই নিউজে রয়েছেন এ সব করার ক্ষমতা না থাকলে শুধু প্রচারণার খরচ কমিয়ে ট্রাম্প পার পেতেন না। ২০১৫ সালের জুন মাসে তার প্রচার অভিযান শুরু করা যাবৎ ট্রাম্প অন্তত ২৭ কোটি ডলার সংগ্রহ করেছেন, যা কিনা বারাক ওবামা ২০১২ সালে তার পুনর্নিবাচনের জন্য যা খরচ করেছিলেন, তার এক-তৃতীয়াংশ। ট্রাম্প যদি সব মিলিয়ে প্রায় ছয় কোটি ভোট পেয়ে থাকেন, তবে তার ভোট পিছু খরচ হয়েছে কম-বেশি পাঁচ ডলার। অপরদিকে ডাটা অ্যানালিটিক্স সংস্থা মিডিয়াকোয়ান্ট বলছে, ট্রাম্প প্রায় ৫০০ কোটি ডলার মূল্যের মিনি মাগনার মিডিয়া কভারেজ পেয়েছেন তার ক্যামপেইন চলাকালীন, যা কিনা ক্লিন্টনের দ্বিগুণ। বার বার নিউজটাইমজুড়ে থেকেছেন তার নানা প্ররোচনামূলক মন্তব্য দিয়ে কখনো মহিলাদের সম্পর্কে; কখনো মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধের ডাক দিয়ে; কখনো মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ধুয়ো তুলে। ক্লিন্টন প্রায় ৫২ কোটি ডলার অনুদান সংগ্রহ করেন। তার মধ্যে প্রায় ২৪ কোটি ডলার যায় টেলিভিশনে বিজ্ঞাপন দিতে। এছাড়া বাইরে থেকে একাধিক পিএসি বা পলিটিক্যাল অ্যাকশন কমিটি তাকে সাহায্য করেছে কিন্তু শেষমেষ জিতেছেন ট্রাম্প। কাজেই মার্কিন নির্বাচনে অর্থসংগ্রহের প্রসঙ্গটি নিয়ে বিতর্ক শুরু হতে আর বেশি দেরি নেই, বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের প্রতি ভোটে খরচ পাঁচ ডলার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ