মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাজনীতির মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন ক্লিনটন দম্পতির একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন। মার্কিন কংগ্রেসে (সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ) নিউইয়র্ক সিটির আসনে তিনি প্রার্থী হবেন। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, চেলসি নিউইয়র্ক ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। হিলারির পরাজয়ে অনেকে ধারণা করেছিলেন, ক্লিনটন পরিবারের রাজনীতি শেষ হয়ে গেছে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে তিনি কংগ্রেস সদস্য পদ পাওয়ার জন্য আগামী নির্বাচনে লড়বেন বলে দাবি করেছে নিউইয়র্ক পোস্ট। নিউইয়র্ক সিটির এই আসনটি রিপাবলিকান সদস্য নিতা লোওয়ি ধরে রেখেছেন। তিনি প্রায় ৩০ বছর ধরে এই আসনে আছেন। তিনি এখন অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানতে পেরেছে। রকল্যান্ড, ওয়েস্টচেস্টার ও চাপাকোয়া এলাকা এই আসনের অন্তর্ভুক্ত। ক্লিনটন পরিবারের বসতবাড়িও এখানেই। আগস্টে ক্লিনটন দম্পতি চাপাকোয়ায় নিজেদের বাড়ির পাশেই ১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে একটি বাড়ি কিনেছেন। এটি চেলসির জন্য কেনা হয়েছে। নিউইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।