Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রফিক মুহাম্মদের ছড়া

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বই 

পৃথিবীটা কত বড় গোল নাকি চ্যাপটা
কোন দেশ কোথা আছে দেখে নাও ম্যাপটা
সূর্যটা কোথা পেল এত এত আলো
ঝলমলে চাঁদে কেন দাগ আছে কালো
সাগরের বুকে কেন জোয়ার আর ভাটা
ফুলে কেন ঘ্রাণ থাকে আর থাকে কাঁটা
পানি মাঝে কি ভাবে মাছ বেঁচে থাকে
পাখিগুলো কি করে উড়ে ঝাঁকে ঝাঁকে
সবকিছু জানতে পড় তুমি বই
বই পড়ে জেনে নাও গ্রহ তারা কই
সময়ের সাথে কেন বদলায় মন
পৃথিবীতে সবচেয়ে বড় কোন বন
শেষ নবী কবে পেল আসমানী বাণী
নদী থেকে কি ভাবে উড়ে যায় পানি
দুধ জমে কি করে হয়ে যায় দই
সবকিছু জানতে পড় তুমি বই
বই পড়ে হবে তুমি জ্ঞানী গুণী জন
বই হলো খুব দামি অমূল্য ধন।
বই-২
নান রঙের মলাট নিয়ে
হাজার রকম বই
অমর একুশে গ্রন্থ মেলায়
মাসব্যাপী হৈ চৈ।
বইকে বন্ধু করলে পরে
মনের আকাশ বিশাল করে
হিংসা ও দ্বেষ আঁধার কালো
দূর করে বই জ্বালায় আলো
গড়তে জীবন পড়তে হবে বই
পড়ে পড়ে আমরা সবাই
আলোকিত কই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রফিক মুহাম্মদের ছড়া

১৫ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন