Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পুতিনের সাথে ট্রাম্পের মিল

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মস্কো ও ওয়াশিংটনের মধ্যে অর্থপূর্ণ আলোচনা শুরুর ক্ষেত্রে 

এই মিল একটি ভিত্তি হিসেবে কাজ করতে পারে
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতিজনিত দৃষ্টিভঙ্গির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের পররাষ্ট্র নীতির মিল রয়েছে বলে মনে করে রাশিয়া। আর সে কারণে ধীরে ধীরে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কোন্নয়নের আশা করছে দেশটি। নিউইয়র্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। পেসকভ বলেন, তিনি ট্রাম্প ও পুতিনের পররাষ্ট্র নীতির মধ্যে অবিশ্বাস্য রকমের মিল দেখতে পেয়েছেন। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে একটি অর্থপূর্ণ আলোচনা শুরুর ক্ষেত্রে এটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি। একটি দাবা টুর্নামেন্টে যোগ দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পেসকভ। তিনি বলেন, গত মাসে রাশিয়ার দক্ষিণাঞ্চলে পুতিন যে ধরনের ভাষণ দিয়েছিলেন তার সঙ্গে ট্রাম্পের বিজয় ভাষণের কিছু অংশের মধ্যে অনেক মিল রয়েছে। দুইজনই বলেছেন, তারা তাদের দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবেন কিন্তু অন্য দেশগুলোর সঙ্গে বন্ধন সুদৃঢ় করতে প্রস্তুত রয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা যায় পেসকভ বলছেন, মূল পররাষ্ট্র নীতিমালার দিক দিয়ে তাদের দুজনের ধারণা একই এবং তা অবিশ্বাস্যরকমের। আর তা সম্ভবত আলোচনা শুরু করার ক্ষেত্রে আমাদের আশা জোরালো করার ভিত্তি। উল্লেখ্য, মঙ্গলবার জয় নিশ্চিত হওয়ার পর পরই টেলিগ্রাম করে ট্রাম্পকে অভিনন্দিত করেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন পুতিন। নির্বাচনে রাশিয়া ট্রাম্পকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে বলে এতদিন অভিযোগ করে আসছিল হিলারি শিবির। সের্গেই মারকভ নামে ক্রেমলিনপন্থী এক রাজনীতি বিশ্লেষক বলেন, ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কোন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখন রাজি হতে পারে। তবে নির্বাচনে রাশিয়ার প্রভাব থাকার কথা নাকচ করে দিয়েছেন এ বিশ্লেষক। তিনি বলেন, আমরা হয়তো উইকিলিকসকে সামান্য সহযোগিতা করে থাকতে পারি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিনের সাথে ট্রাম্পের মিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ