মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী জাতীয় পরিষদ নির্বাচনে নিজের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করেন ইমনার খান। তিনি বলেছেন, পুনরায় ব্ল্যাকমেইল এড়াতে তিনি কেন্দ্রে আর জোট সরকার গঠন করবেন না।
মঙ্গলবার লাহোর গভর্নর ভবনে এক গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
তিনি বলেন, এবার সতর্কতার সঙ্গে বিচার বিবেচনা করে কেবল আদর্শিক কর্মীদেরই পিটিআই পার্টির টিকিট দেওয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, অতীতে তার দল অনেক ভুল করেছে এবং সেগুলোর জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। জোট সরকার গঠন করে মিত্রদের দ্বারা ব্ল্যাকমেইল হতে হবে।
ইমরান খান বলেন, ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’ গ্রহণ করায় একটি নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টাকারী সেই ‘বিশ্বাসঘাতককে’ আগামী সাধারণ নির্বাচনে পাকিস্তানি জাতি একটি শিক্ষা দেবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ এই বিশ্বাসঘাতকদের (বিরোধী নেতাদের) রাজনীতি চিরতরে শেষ করে দিয়ে একটি শিক্ষা দেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।