Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধাশ্রমে জীবনসঙ্গী খুঁজে পেয়ে বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

সুব্রত সেনগুপ্ত ও অপর্ণা চক্রবর্তী। একজন ৭০ পার করেছেন, অন্যজন ৬৫। দুজনই থাকতেন পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটের এর বৃদ্ধাশ্রমে। সেখানে পাশাপাশি থেকে শুধু প্রেমই নয়, সাতপাকেও বাঁধা পড়লেন বৃদ্ধ-বৃদ্ধা। স্বামী সুব্রত সেনগুপ্তের হাত ধরে খুশি বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী। নদিয়ার চাকদহের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত। রাজ্য পরিবহন দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মী। পরিবারে রয়েছেন মা, দুই ভাই ও তাদের স্ত্রী-সন্তানরা। এতদিন অবিবাহিতই ছিলেন। পারিবারিক সমস্যার কারণে ২০১৯ সালের শুরুতে রানাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে থাকতে শুরু করেন সুব্রত। ওই বৃদ্ধাশ্রমেই ৫ বছর ধরে ছিলেন অপর্ণা দেবী। বাড়ি রানাঘাটের আইসতলায়, তিনিও অবিবাহিত। টানা ৩০ বছর কলকাতার বেলেঘাটায় এক অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন। শেষজীবনে তার জন্য দরজা বন্ধ করে দেয় বাপের বাড়ি। তারপর থেকেই বৃদ্ধাশ্রমই তার ঠিকানা। বৃদ্ধাশ্রমেই অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেন সুব্রত। প্রথমে সে প্রস্তাব ফিরিয়ে দেন অপর্ণা। এরপর ২০২০ সালের মার্চ মাসে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে ওই এলাকায় একটি ঘর ভাড়া করে থাকতে শুরু করেন সুব্রত। গত ১২ দিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে তার দেখভাল করতে এগিয়ে আসেন অপর্ণা। কিন্তু এবার আর সুব্রতের প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। ঠিক করেন নতুনভাবে পথচলা শুরু করবেন। বিষয়টি জানান বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকারকে। তিনিই চার হাত এক করে দেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধাশ্রমে জীবনসঙ্গী খুঁজে পেয়ে বিয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ