মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি দেশটি। দেশটির রাজনৈতিক সংটে এবার বিষয়টি আমলে নিয়েছে উচ্চ আদালত। উদ্ভূত পরিস্থিতি একদিকে যেমন রাজপথে উত্তাপ ছড়াতে পারে, তেমনি আইনি লড়াইয়ে দেশের জন্য বয়ে আসতে পারে অনাকাক্সিক্ষত ফল। এমনকি মূল দৃশ্যপটে আসতে পারে সেনাবাহিনী।
বিরোধীরা বলছেন, বর্তমান পরিস্থিতির শেষ দেখে ছাড়বেন তাঁরা ।
বিরোধীদের অনাস্থা প্রস্তাব এড়াতে নাটকীয় এক পদক্ষেপে প্রেসিডেন্টকে দিয়ে পার্লামেন্ট বিলোপ করে অসম্মানজনক বিদায় এড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, কেননা পাকিস্তানের সর্বোচ্চ আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে যে আদেশ ও পদক্ষেপ নিয়েছেন সেগুলো এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিষয়। যদিও পার্লামেন্টের রায়ে সুপ্রিম কোর্টের কোন এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন দেশটির তথ্যমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।