Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তারাবি নামাজ আদায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তারাবির নামাজ আদায় ও ইফতার করেছেন এক হাজারের বেশি মুসুল্লি।

শনিবার (২ এপ্রিল) পবিত্র রমজান মাসের প্রথম দিনকে তারা এভাবে বরণ করে নেন।

আয়োজকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল, এমনকি কানাডার মন্ট্রিল থেকে অংশ নেওয়া রোজাদারদের মধ্যে খাবার বিতরণ করেন। তারা পবিত্র কুরআন তিলাওয়াত করেন এবং রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা এসকিউ সিবিএস নিউজকে জানায়, যারা জানে না ইসলাম কী, আমরা এখানে তাদেরকে আমাদের ধর্ম সম্পর্কে বলতে এসেছি। ইসলাম শান্তির ধর্ম।

মুসলমানদের পবিত্র রমজান মাস মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে শনিবার থেকে শুরু হয়। রোজাদার মুসলমানরা দিনেরবেলায় পানাহার থেকে বিরত থাকেন ও রাতে জামাতে তারাবি নামাজ আদায় করেন।

পবিত্র এই মাসটিতে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর কাছে মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের ওহি নাজিল শুরু হয়েছিল। পবিত্র মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়।

রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি ‘স্তম্ভের’ মধ্যে একটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ