Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধোনিকে ছাড়িয়ে পন্টিংয়ের পাশে ল্যানিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ার মেয়েদের সপ্তম বিশ্বকাপ জয়ে দারুণ একটি রেকর্ডে নাম লেখালেন মেগ ল্যানিং। অধিনায়ক হিসেবে নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি আইসিসি ট্রফি জিতে স্পর্শ করলেন স্বদেশি রিকি পন্টিংকে। অস্ট্রেলিয়ান অধিনায়ক এই অর্জনে ছাড়িয়ে গেলেন ভারতের মহেন্দ্র সিং ধোনিকে।
গতকাল ল্যানিংয়ের নেতৃত্বে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারায় অস্ট্রেলিয়া। এই নিয়ে চারটি আইসিসি ট্রফি জয়ের গৌরবে সিক্ত হলেন অধিনায়ক ল্যানিং। সমান সংখ্যক আইসিসির শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। ধোনির নেতৃত্বে ভারত জিতেছে তিনটি ট্রফি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে নেতৃত্ব পান ল্যানিং। তিন সংস্করণেই তার সেই রেকর্ড টিকে আছে এখনও। নেতৃত্বের শুরুর বছরই ল্যানিং দলকে এনে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এরপর ২০১৮ ও ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অধিনায়কত্বে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। এবার দলকে জেতালেন তিনি ওয়ানডে বিশ্বকাপ। পন্টিংয়ের চারটি শিরোপার দুটি ২০০৩ ও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের। বাকি দুটি ২০০৬ ও ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফির। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ধোনির নেতৃত্বে জেতে ভারত। ২০১১ সালের ওয়ানডের বিশ্বকাপ জয়েও ভারতের অধিনায়ক ছিলেন তিনি। এরপর তার নেতৃত্বে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দলটি। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সবকটি আইসিসি ট্রফি জয়ী একমাত্র অধিনায়ক ধোনিই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধোনিকে ছাড়িয়ে পন্টিংয়ের পাশে ল্যানিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ