মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে রমজানের মাত্র মাস খানেক আগে মক্কায় মসজিদুল হারামে ওমরাহসহ যিয়ারতে নিষেধাজ্ঞা আরোপ করে সউদী আরব। এর ফলে সালাতসহ তাওয়াফও বন্ধ হয়ে যায়। মাঝে দু’টি রমজানুল মোবারক গেলেও মক্কার মসজিদে হারামে এবং মদীনায় মসজিদে নববীতে চিরচেনা ইফতারের দৃশ্য দেখা যায়নি। এ নিয়ে যারা ইফতারে শরিক হতেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। যাদের দানের হাত ছিল প্রসারিত তারা দান করতে না পেরে হতাশায় নিমজ্জিত ছিলেন। কিন্তু সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এবারের রমজানুল মোবারকে আবার ফিরে এসেছে ইফতার মাহফিল। মক্কার অভ্যন্তরের বাসিন্দারা এমনকি দূরদূরান্ত থেকেও অনেকে গাড়ি ভরে ভরে নিয়ে আসেন জুস, পনির, বিশেষ ধরনের রুটি. খেজুর, গাওয়া এমনকি চা-ও। আর তা দিয়ে ইফতার করে পরিতৃপ্তির ঢেকুর তোলেন হারাম শরীফ ও মসজিদে নববীতে যিয়ারতে আসা লাখো মুসল্লি। এমন কোনো মুসল্লি-যিয়াতকারী খুজে পাওয়া যাবে না যে বলবে যে, ভাই আমি পরিতৃপ্ত হইনি। আল্লাহ তা‘আলা হারামাইন শরীফাইনের এ মনোরম ইফতার কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।