Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীববৈচিত্র্য রক্ষায় ৪শ’ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা জার্মানির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

জীববৈচিত্র্য রক্ষা ও আবহাওয়া পরিবর্তন মোকাবেলায় ৪৪০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে জার্মানি। দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রী স্টেফি লেমকে বলেন, এ পদক্ষেপ কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে জার্মানির যে লক্ষ্য তার দিকে আরো এক ধাপ অগ্রগতি। খবর ডয়চে ভেলে। পরিবেশবিষয়ক মন্ত্রী স্টেফি লেমকে জানান, জার্মানিতে এখন যে জীববৈচিত্র্য বিদ্যমান, তাকে আরো শক্তিশালী করতে ও আবহাওয়া পরিবর্তনের প্রভাব মোকাবেলা করাই নতুন এ পরিকল্পনার উদ্দেশ্য। তিনি বলেন, এভাবে কাজ করার মাধ্যমেই আমরা লক্ষ্যমাত্রা অর্জনে সফল হব। এর মাধ্যমে ২০৪৫ সালের মধ্যে আবহাওয়া নিরপেক্ষ দেশ হওয়া সম্ভব, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ রেখে যাওয়াও সম্ভব। লেমকে বলেন, প্রকৃতির বিরুদ্ধে কাজ করা বন্ধের বিষয়ে এখনই চূড়ান্ত সময়। পুরো পরিকল্পনাটি এ বছরই প্রকাশ করা হবে। লেমকে কর্মপরিকল্পনাকে পাঁচটি ক্ষেত্রে ভাগ করেছেন। এর মধ্যে রয়েছে, জলাভূমিগুলোকে রক্ষা করা। নদী, হ্রদ, পুকুরসহ সব ধরনের জলাভূমিকে বিলীন হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো। কারণ জীববৈচিত্র্য রক্ষায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পনায় জলাভূমির পাশাপাশি বনভূমি রক্ষাকেও গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া আরবান ক্লাইমেট প্রটেকশন পরিকল্পনার অংশ হিসেবে জার্মানির শহরগুলোয় দেড় লাখের বেশি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পাশাপাশি শহরের পার্কগুলোকেও বিশেষ নিরাপত্তা দেয়া হবে। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জীববৈচিত্র্য রক্ষায় ৪শ’ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা জার্মানির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ