Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দলের ব্যাটিংয়ে অসন্তুষ্ট মাশরাফি

ব্যাটসম্যানদের পছন্দের উইকেট চান মুশফিক

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রথম ম্যাচে ১৬২ চেজ করতে নেমে চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হার। দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের কাছে হার সেখানে ৬ উইকেটে ! উপর্যুপরি হারে ছন্দে ফেরাটাই কঠিন হয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। চ্যাম্পিয়নদের এতোটা বাজে শুরুর কারণ হিসেবে ব্যাটিংকেই দুষছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফিÑ‘ দুইটা ম্যাচেই আমরা ১৩০ এর মতো রান করেছি। উইকেট একটু সেøা, তার মানে এই নয় যে ১৩০ করব। আমাদের যে ব্যাটিং অর্ডার, তাতে দেড় শ’ করার মতো সামর্থ আমাদের আছে। সা¤প্রতিক সময়ের আন্তর্জাতিক ম্যাচের ইনফর্ম ব্যাটসম্যান আমাদের দলে আছে, পাশাপাশি স্থানীয় কিছু ভালো খেলোয়াড় আছে। আন্তর্র্জাতিক ম্যাচের ইনফর্ম ব্যাটসম্যান খালিদ লতিফকে আজ (গতকাল) খেলিয়েছি, স্যামুয়েলস আজ স্কোর করেছে। যাদের থেকে খুব একটা আশা করিনি, সেই সোহেল তানভীর আজ (গতকাল) রান করেছে।’
শুরুতেই ছন্দ হারাচ্ছে কুমিল্লা, ওপেনার ইমরুল কায়েসের কারণেই। তবে প্রথম দুই ম্যাচে ৬ এবং ০’র পরও ইমরুলের উপর আস্থা হারাচ্ছেন না মাশরাফিÑ‘মাত্র দুইটা ম্যাচ হয়েছে, তাই একজনের দিকে আঙুল তোলা কঠিন। এখনো ওর সামনে ১০টা ম্যাচ পড়ে আছে’। প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামিয়ে লাভ হয়নি বলে গতকাল মিডল অর্ডারে লিটনকে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্ট। অথচ তাতেও কাজ হয়নি। তারপরও লিটনের উপর থেকে এখনই মুখ ফিরিয়ে নেয়ার কথা ভাবছেন না মাশরাফিÑ ‘ও এখনো আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। যে কোনো সময় ও খেলা বদলে দিতে পারে। যেহেতু হচ্ছে না, গত বছরও হয়নি, তবে দুইটা ম্যাচই সব নয়’।
সেরা কম্বিনেশনটাই পাচ্ছেন না মাশরাফি। সে আক্ষেপই করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কÑ‘ কম্বিনেশনের কারণে আমাদের দলে আমাদের সেরা বোলার রশিদ খানকে খেলাতে পারছিনা। আমাদের স্থানীয় খেলোয়াড়রা ফর্মে আসেনি, একই সঙ্গে বিদেশীরা চাপে আছে, তাই সঠিক কম্বিনেশন করতে পারছিনা। আমাদের পেস ব্যাটিং অলরাউন্ডার ওই রকম নেই, তাই আমাদের স্থানীয় খেলোয়াড়দের ফর্মে আসতে হবে। আমরা যদি বিদেশি ব্যাটিং শক্তিশালী করতে চাই, তাহলে বোলিং দুর্বল হয়ে যাচ্ছে, আবার বোলিং শক্তিশালী হলে ব্যাটিং দুর্বল হয়ে যায়। তাই আমাদের ভালো ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।’
বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হলে দুই পয়েন্ট তো থাকতো জমা। টুর্নামেন্টের স্বার্থে সেই ছাড় দিয়ে এখন বিপদের মুখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছেন মাশরাফিÑ‘একটি ম্যাচ জিতলে আমাদের অবস্থান ভালো থাকতো। সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যাকফুটে আছি। যেহেতু এখনো ১০টা ম্যাচ আছে। মোমেন্টামটা আমাদের খুব প্রয়োজন।’
এদিকে জয়ে স্বস্তি পেলেও উইকেটটা ব্যাটিংয়ের জন্য মোটেও সহজ ছিল না বলে মনে করছেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকÑ‘প্রথম দিকে এক-দুই ওভার দেখার বিষয় ছিল। উইকেটে ব্যাটিং করা ততটা সহজ ছিল না। কুমিল্লার সোহেল তানভীর, ইমাদ কিংবা মাশরাফি ভাই খুব ভালো বোলিং করেছে। আমরা জানতাম মিডল অর্ডারে আমরা যদি বল টু বল খেলি, তাহলে সমস্যা হবে না। কখনো আস্কিং রেট ৯ -এর উপরে যায়নি। একটা জুটির দরকার ছিল, তা আমরা করতে পেরেছি।’
বিপিএল’র প্রথম ম্যাচে ফিফটির পর দ্বিতীয় ম্যাচে ৩৩। খেলতে পেরেছেন প্রিয় ¯øগ সুইপ শট। এমন রিদমেই অবশিষ্ট ম্যাচগুলো খেলতে চান মুশফিকÑ‘ যে কোনো শট যখন ছয় হয় তখন ভালো লাগে। সেটা ¯øগ সুইপ হোক কিংবা অন্য শট। সে সময় একটু ঝুঁকি নেয়ার দরকার ছিল। আমার যেটা স্ট্রং জোন সেখান থেকেই আমি ঝুঁকি নেই। এজন্য ভালো লাগছে। সর্বশেষ ইনিংস দু’টি ভালো হয়েছে, রিদমে আছি। চেষ্টা করছি পুরো বিপিএলে যেনো এ রিদমে খেলতে পারি।’
টেস্টে পেয়েছেন পছন্দের উইকেট। সেই মিরপুরের উইকেট এখন হয়ে পড়ছে বিরক্তিকর। সে কারণেই দর্শককে বিনোদন দেয়ার মতো উইকেট চাচ্ছেন মুশফিকÑ‘সত্যি বলতে উইকেট দেখে মনে হয় ভালো, কিন্তু ব্যাটিং করতে গেলে অনেক কঠিন মনে হয়। নতুন বলে স্পিনটা কঠিন আবার কিপিং করেও বুঝলাম পেস বোলিংটাও কঠিন। ব্যাটসম্যানদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং। এখনো একটা ১৭০ রানের বেশি ইনিংস হয়নি। স্যামুয়েলসের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যানকে রান করতে স্ট্রাগল করতে হচ্ছে; করেছে। ভবিষ্যতে আশা করব, উইকেট যেন একটু ভালো হয়। কারণ দর্শক আসে মাঠে রান দেখার জন্য।’

 



 

Show all comments
  • Rofiq ১২ নভেম্বর, ২০১৬, ১:২৪ পিএম says : 0
    abar champion der obostha kharap
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দলের ব্যাটিংয়ে অসন্তুষ্ট মাশরাফি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ