সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
মা : তোর না কাল পরীক্ষা অথচ না পড়ে এভাবে শুধু বইয়ের পাতা উল্টাচ্ছিস ব্যাপারটা কি?
ছেলে : আর বলোনা- স্যার বলেছে এবারের পরীক্ষায় নাকি একটা সোজা প্রশ্নও থাকবে না, তাই।
মা : তাতে কি, তুই কঠিন প্রশ্নগুলো সব পড়ে ফেল।
ছেলে : সেটাই তো পারছি না, যে বইটাই খুলছি ভিতরে দেখি লেখাগুলো সব সোজা করে লেখা একটা লাইনও বাঁকা-তেরা নেই!
একদিন গদা স্যার ক্লাস ওয়ানের একটা ক্লাসে ঢুকে বাংলা পড়াচ্ছে। এমন সময় বাচ্চুকে একটা প্রশ্ন করলÑ
গদা স্যার : বলতো বাচ্চু ‘ই’-তে কি হয়?
বাচ্চু : রিসিকার ()ি স্যার।
গদা স্যার : ধন্যবাদ। একটা উদাহরণ দাওতো?
বাচ্চু : ইঁদুর।
গদা স্যার : এবার পিছন থেকে নিতাই বলতো ‘আ’-তে কি হয়?
নিতাই : আ-কার (া)।
গদা স্যার : ভেরি গুড। এটা দিয়ে একটা বাক্য বলতো?
নিতাই : আপনি একটা গাধা স্যার।
গদা স্যার : (ধমক দিয়ে) ওরে বেয়াদব, এটা তুই কিভাবে বলতে পারলি?
নিতাই : একদম সোজা স্যার। আপনার গদা নামের ‘গ’ এর সাথে আকার (া) যোগ করে!
ফজলে রাব্বী দ্বীন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।