Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোভিয়েত যুগের ট্যাংক পাচ্ছে ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৫ এএম

রুশ হামলা থেকে ইউক্রেনের দনবাস অঞ্চলের প্রতিরক্ষা জোরদার করতে দেশটিকে সোভিয়েত ইউনিয়ন যুগের ট্যাংক দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এসব ট্যাংক ইউক্রেনে পৌঁছাতে মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে ট্যাংক স্থানান্তরের কাজ শিগগরিই শুরু হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তবে, কয়টি ট্যাংক পাঠানো হবে বা কোন দেশ থেকে এসব ট্যাংক আসবে, তা বলতে রাজি হননি ওই কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া হোয়াইট হাউসও মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোভিয়েত যুগের ট্যাংক পাচ্ছে ইউক্রেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ