Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দল বিশ্বকাপে না ওঠায়...

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার বড়সড় ধাক্কা লেগেছে নাইজেরিয়া ফুটবলে। চাকরি হারিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফের তিন সদস্য। এছাড়া পদত্যাগ করেছেন নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) টেকনিক্যাল ডিরেক্টর অগাস্টিন ইগাভোয়েন। গতপরশু রাতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এনএফএফ।
আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে প্লে-অফের প্রথম লেগে ঘানার মাঠে গোলশূন্য ড্র করে নাইজেরিয়া। পরে গত মঙ্গলবার তাদের মাঠে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের সুবাদে কাতারের টিকেট পায় ঘানা। ১৯৯৪ থেকে বিশ্বকাপের গত সাত আসরের ছয়টিতেই খেলেছিল নাইজেরিয়া। এবার ঘরের মাঠের ব্যর্থতায় পারল না উঠতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দল বিশ্বকাপে না ওঠায়...
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ