Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কবি ও সংগীতকার কোহেন পরলোকে

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডার কিংবদন্তি কবি, গীতিকার ও সংগীতশিল্পী লিওনার্দ কোহেন আর নেই। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বৃহস্পতিবার এই জনপ্রিয় শিল্পীর অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, কিংবদন্তি কবি, গীতিকার ও শিল্পী লিওনার্দ কোহেন চলে গেছেন। আমরা সংগীতের অন্যতম এক শ্রদ্ধাভাজন ও সৃজনশীল স্বপ্নচারীকে হারিয়েছি। কোহেনের মৃত্যুর বিষয়ে ওই বিবৃতিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোহেনের স্মরণে সভার আয়োজন করা হয়েছে। বহু বছর ধরে লস অ্যাঞ্জেলসে বাস করে আসছিলেন কোহেন। কানাডার মন্ট্রিলে জন্ম নেয়া কোহেন তার জীবনের শেষ সময়গুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটান। গত শতকের ষাটের দশকে কোহেন তার সংগীত জীবন শুরু করেন। গত মাসেই তার শেষ অ্যালবাম বের হয়। বিবিসি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি ও সংগীতকার কোহেন পরলোকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ