মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ট্রাম্পের পাশে যখন কেউই ছিলেন না তখন তার পাশে ছিলেন আলোচিত-সমালোচিত নারী সারাহ পালিন। ইতিপূর্বে যিনি ওবামার সমালোচনা করে আলোচনায় এসেছিলেন। আলাস্কার সাবেক এই নারী গভর্নর প্রকাশ্যেই নতুন প্রেসিডেন্টের মন্ত্রীসভায় থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ট্রাম্পকে এতোটাই সমর্থন করছিলেন যে, মিডিয়ায় এমনও খবর আসে পালিনই হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড ম্যান। যদিও এমনটি হয়নি। তবে সারাহ পালিন এখনও আশা ছেড়ে দেননি। বিদেশী মিডিয়াগুলোতেও সারা পালিনের পদ নিয়ে বেশ আলোচনা চলছে। গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক স্কাই নিউজে সারাহ পালিনের পররাষ্ট্র মন্ত্রী হওয়ার বিষয়ে সম্ভাবনার কথা বলা হয়। নির্বাচনের প্রচারণাকালীন সময়ে পালিনের অবদানকে ট্রাম্পও ভুলবেন না বলেই জানিয়ে দিয়েছেন। ট্রাম্প বলেন, যদি সম্ভব হয় তিনি সারাহ পালিনের যোগ্যতা অনুযায়ী পদের জন্য বিবেচনা করবেন। তবে সেই সঙ্গে ট্রাম্পিয় স্টাইলে তিনি এও বলেন যে, আমি এখনও নিশ্চিত নই তিনি কোন পদে যোগ দেবেন। তবে ট্রাম্পের মন্ত্রিসভায় তার যোগদানের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।