মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গতকাল শুক্রবার ভোরে দিল্লির কাছে গাজিয়াবাদ জেলার শহিদাবাদ এলাকার এক পোষাক কারখানায় আগুন লাগে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল আব্বাস হুসাইনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভোর ৫টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলাযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। হতাহতরা ওই পোশাক কারখানারই কর্মী। তারা কারখানা ভবনের ভেতরে ঘুমিয়ে ছিলেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য। পত্রিকাটি লিখেছে, আবাসিক এলাকার মধ্যে অবৈধভাবে ওই কারখানা গড়ে তোলা হয়েছিল বলে পুলিশ ও ফায়ার সার্ভিস মনে করছে।স্টেশন অফিসার আবুল আব্বাস হুসাইন বলেন, এই কারখানার কোনোকিছুই ঠিক নেই। তাদের অনুমতি আছে বলেও মনে হয় না। তবে তদন্ত করে আমরা নিশ্চিত হতে পারব।ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়টি অবহেলিত হওয়ায় ভারতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। গত মাসেই তামিল নাড়ুর এক কারখানায় আতশবাজির কারখানায় বিস্ফোরণে আট শ্রমিকের মৃত্যু হয়। ২০১৪ সালের মে মাসে মধ্যপ্রদেশে আরেক আতশবাজির কারখানায় আগুন লেগে নিহত হন ১৫ জন।ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।