Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প ইসরাইলের সত্যিকারের বন্ধু : নেতানিয়াহু

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি ট্রাম্পকে ‘ইসরাইলের সত্যিকারের বন্ধু’ বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত বুধবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা জানান ইসরাইলের প্রধানমন্ত্রী।
খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। এ সময় প্রথম সুযোগেই ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান নেতানিয়াহু। এ সময় তিনি ট্রাম্পকে ইসরাইলের সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেন।
ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পরই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়, আমি তার (ট্রাম্প) সঙ্গে আমাদের এ অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি নিয়ে আলোচনা করেছি। ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরাইলের আর ভালো কোনো মিত্র নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই নেতার মধ্যেকার কথোপকথন ছিল আন্তরিক এবং উষ্ণ। এ সময় আঞ্চলিক নানান বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।
এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার স্পিকার, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সউদী আরবের বাদশাহ সালমান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইদিরিম, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র : রয়টার্স ও ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প ইসরাইলের সত্যিকারের বন্ধু : নেতানিয়াহু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ