Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বরেকর্ডের কথা জানতেন না সানি!

প্রেসবক্সে অভিনব সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : যে ফরমেটের ক্রিকেটে চার ছক্কা দেখতে আসে দর্শক, বোলারদের উপর ছড়ি ঘোরানোর সেই ফরমেটের ক্রিকেটে ১৬ বলের বোলিং ইনিংসে কোন রান না দিয়ে তিন তিনটি শিকার (২.৪-২-০-৩)! সবচেয়ে হিসেবে বোলিংয়ে সাফল্য, ৩ উইকেটÑএমন বোলিংয়ে বিশ্ব রেকর্ড হয়ে গেছে আরাফাত সানির। টুয়েন্টি-২০ ক্রিকেটে এতোদিন ইনিংসে ৩ উইকেটে সেরা স্ট্রাইক রেট ছিল বাঁ হাতি স্পিনার দিনুকা হিতিয়ারাচির (০.৫-০-০-৩)। ২০০৭ সালে কলোম্বোর বøুমফিল্ডে চিলাও’র হয়ে বার্গারের বিপক্ষে ৫ বলের ওই ইনিংসে ৩টি শিকারে উড়েছেন হাওয়ায় ওই বাঁ হাতি স্পিনার। রানহীন একাধিক উইকেট টুয়েন্টি-২০তে আছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না (০.৩-০-০-২) এবং এ বছর ওভালে সারের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে অফ স্পিনার হাসান রাজার (০.৩-০-০-২)। ১২ বলের ইনিংসে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১৪ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলংকার কুলাসাকেরার রানহীন ২ উইকেটের ম্যাজিক ফিগার (২-২-০২) ও মেনেছে হার আরাফাত সানির বোলিংয়ের কাছে। কারণ, সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট টুয়েন্টি-২০তে ১২ বলের বেশি বলের ইনিংসে রানহীন উইকেটে বিশ্বরেকর্ড আরাফাত সানিই একমাত্র!
অথচ কি জানেন, বিশ্বরেকর্ডের কথা মাঠে নয়, জেনেছেন খেলা শেষে আরাফাত সানিÑ‘রেকর্ডের ব্যাপারে জানতাম না। আমি ভেবেছিলাম এটা হয়তো আমার সেরা বোলিং ফিগার। প্রথম ওভারটা যে মেডেন হয়েছে, তা বুঝতেই পারিনি। আমার প্রথম ওভারে যে রানআউট হলো, আমি ভেবেছিলাম ওই বলে রান কাউন্ট হয়েছে। আর শেষ বলে যে দুই রান হলো, তা লেগবাই তাই ওই ওভারটি যে মেডেন ছিল, তা বুঝতে পারিনি।’ উইকেট টু উইকেট বল করতে এসে হয়ে গেছে বিশ্বরেকর্ড, তাতে বিস্মিত আরাফাত সানি নিজেওÑ‘রেকর্ড করার কোন পরিকল্পনা ছিল না। উইকেট টু উইকেট বল করব, এটাই ছিল পরিকল্পনা।’
লো স্কোরিং ম্যাচে অফ স্পিানার সোহাগ গাজী (১/৬), লেগ স্পিনার আফ্রিদি (৪/১২),বাঁ হাতি স্পিনার আরাফাত সানি (৩/০)Ñকি দারুণ স্পিন কম্বিনেশন। খুলনা টাইটান্স ইনিংসে ৬৪ বলের মধ্যে ৪৫টিই ডট! তবে স্পিন ত্রয়ীর এই সাফল্যের নেপথ্যে উইকেট থেকে বাড়তি টার্ন কিংবা লো বাউন্স আহামরি পেয়েছেন, তা মনে করছেন না আরাফাত সানিÑ‘সত্যি বলতে কি, ওরাই ভুল করেছে। আমাদের বোলারদের প্লান ছিল যে আমরা ঠিক জায়গার বল করবো। ওরা বাজে শট খেলে আউট হয়েছে। বল স্কিড করলেও দুই-একটা ছাড়া খুব বেশি টার্নও করেনি। বল নিচু হচ্ছিল খুব, তাও বলবো না।’
অ্যাকশন সংশোধন করে, ব্রিসবেনে বায়ো মেকানিক্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিংয়ে স্বস্তি ফিরে পেয়েছেন, তা জানিয়েছেন রংপুর রাইডার্সের এই বাঁ হাতি স্পিনারÑ‘সর্বশেষ দুই ম্যাচে বল করে নিজের কাছেই কমফোর্টেবল মনে হচ্ছে। অনেকদিন পর নতুন অ্যাকশনে বল করবো, তাও আবার টি-টোয়েন্টি ফরমেটে, তাই দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু এই দুটি ম্যাচে তো বেশ ভালোই বল করলাম।’
টুয়েন্টি-২০তে নিজের এই বিশ্বরেকর্ড ইনিংসের দিনে বিপিএল ইতিহাসে খুলনা টাইটান্সকে দিয়েছেন আরাফাত সর্বনি¤œ স্কোরের লজ্জা (৪৪/১০)। মাত্র ৬৪ বলে অল আউট খুলনা টাইটান্স! খেলেছে দলটি সর্বমোট ৫৬ মিনিট! শুরুটা করেছিলেন আফ্রিদি (৩-০-১২-৪), শেষটা আরাফাত সানি (২.৪-০-০-৩)! বিপিএলএ এর আগে সর্বনি¤œ ৫৮/১০ স্কোর ছিল বরিশাল বুলসের, গত বছর সিলেট সুপার স্টারসের বিপক্ষে বরিশাল বুলসের সেই বিধ্বস্ত চিত্রও হার মেনেছে গতকাল। ৬৪ বলে খুলনা টাইটান্সকে ৪৪ রানে অল আউট করে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে জিততে খেলতে হয়েছে মাত্র ৫০ বল! চিটাগাং ভাইকিংসের পর খুলনা টাইটান্স ধরাশায়ী রংপুর রাইডার্সের স্পিন ত্রয়ীর পর পর ২ ম্যাচে ৯ উইকেটে জয়! যে দলটিকে আসরের শুরুতে গোনায় ধরেনি কেউ, সেই দলটিই এখন ছড়াচ্ছে বিস্ময়। তাও আবার যে দলটির কোচ জাভেদ ওমর বেলিমের প্রধান পরিচয় টেস্ট ক্রিকেটার, তার প্রশিক্ষণ নির্ভর দলটি যাচ্ছে এভাবে এগিয়ে? দলটির স্পিন প্রধান শক্তি, সহায়ক শক্তি কোচ জাভেদ ওমর বেলিমের উদ্বুদ্ধকরন নির্দেশনাকেই এগিয়ে রাখছেন আরাফাত সানিÑ‘টি-টোয়েন্টি ছোট পরিসরের খেলা, তাই কে কখন ম্যাচ বের করে নিয়ে যায় এটা বলা খুবই মুশকিল। কোচজাভেদ ভাই আমাদেরকে খুব বেশি কিছু বলেন না, শুধু বলেন সবসময় ইতিবাচক থাকতে। ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে যতটুকু দরকার, ততটুকুই বলেন তিনি। এখন পর্যন্ত মনে হচ্ছে স্পিন আমাদের প্রধান শক্তি। কারণ, আমাদের দলে পেস বোলার খুবই কম। গত বছরও আমাদের এই দলটিতে চারজন স্পিনার ছিল।’
টি-২০তে আরাফাত সানির বিশ্বরেকর্ড বোলিংয়ের দিনে এই বোলারের সংবাদ সম্মেলন হয়নি প্রেস কনফারেন্স রুমে। বিসিবি’র নিরাপত্তা বিভাগের ওকিটকি বহনকারী তিন কর্মী ম্যাচ শেষে মাঠে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে সংবাদ সম্মেলন বয়কট করে মিডিয়া। পরববর্তীতে রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার আবুল বাকি রেকর্ডবয় আরাফাত সানিকে নিয়ে আসেন প্রেসবক্সে! মিডিয়ার চেয়ারে বসেই সেখানে হয়েছে আরাফাত সানির অভিনব সংবাদ সম্মেলন!



 

Show all comments
  • Md Golam Mawla ১১ নভেম্বর, ২০১৬, ১০:১৫ এএম says : 0
    না জানারই কথা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বরেকর্ডের কথা জানতেন না সানি!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ