Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চমক জাগিয়ে লাফ্রান্সের বিদায়

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে চার্টার্ড বিমানে ঢাকায় এসেছিলেন মার্কিন ক্ষুদে তারকা ক্যাটি লাফ্রান্স। ঝড়ের মত আসার পর শুরুটাও হয়েছিলো দুর্দান্ত। সোনালী চুলের আভাকে ছাপিয়ে যাওয়া তার র‌্যাকেট চালনা, ক্ষিপ্র গতি আর ঝড়ো ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডে দিশেহারা প্রতিপক্ষ। তবে শেষটা আর চমক জাগানিয়া হলো না। ওয়ালটন ৩০তম বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন ১৭ বছর বয়সী এই তরুণী। গতকাল রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বয়সভিত্তিকের শীর্ষ বাছাই ৬-৩, ৬-৪ গেমে হার মানেন ভারতের মুশকান গুপ্তার কাছে। অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে ভারতের কেশপ তানিশা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার পার্ক জি মিনকে, চায়নার জিয়াওউই হু ৬-৩, ২-৬, ৬-৪ গেমে ভারতের হার্শা চ্যালা কে এবং চায়নার জিংগি ওয়াং ৬-১, ৬-৩ গেমে জাপানের রুনা ইচি নোজকে পরাজিত করে সেমি-ফাইনালে ওঠেন।
এদিকে বালক এককের কোয়ার্টার ফাইনালে ভারতের মৃতুঞ্জয় বাদোলা ৬-৪, ৬-৪ গেমে কোরিয়ার কি বাম কিমকে, ভারতের রিসাব শারদা ৬-২, ৬-৩ গেমে কোরিয়ার জাং হো সিনকে, কোরিয়ার চ্যাং ওক পার্ক ৭-৬, ৭-৫ গেমে ভারতের কারান শ্রীভাসতাভকে এবং ভারতের সাচ্চি শর্মা ৩-৬, ৬-৪, ৬-২ গেমে স্বদেশি প্রনেশ বাবুকে পরাজিত করে সেমি-ফাইনালে পৌঁছান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চমক জাগিয়ে লাফ্রান্সের বিদায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ