Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন মুশফিক, রানার্সআপ রানা

মার্সেল-ডিআরইউ ব্যাডমিন্টন

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসবের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্টস লাইফ ২৪ ডটকমের মুশফিকুর রহমান। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের ফাইনালে নয়াদিগন্তের জসিম উদ্দিন রানাকে ২-০ সেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন। উদ্বোধনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: গোলাম আজিজ জিলানী ও সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, জাতীয় কোচ ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কাজী হাসিবুর রহমান শাকিল। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম ও সাহাব উদ্দিন সাহাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন মুশফিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ