Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে আইজিপি ও পুলিশ কমিশনারকে প্রত্যাহারের আহ্বান জানালেন মির্জা ফখরুল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ৪:৫০ পিএম | আপডেট : ৫:১০ পিএম, ২৯ মার্চ, ২০২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার। যাদের দায়িত্ব আইন রক্ষার তারা ব্যস্ত রাজনীতি নিয়ে। রাজনৈতিক নেতার মতো কথা বলছেন আইজিপি ও পুলিশ কমিশনার। আইজিপি ও পুলিশ কমিশনারকে প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সরকারি প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে মেগা উন্নয়নের নামে। আর টাকা পাচার হচ্ছে কানাডার বেগমপাড়ায়। মানুষ দ্রব্যমূল্যের কারণে হিমশিম খাচ্ছে। যারা দাম বাড়াচ্ছে, তারা আওয়ামী লীগের সিন্ডিকেট। তাদের কারণেই বাড়ছে দাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। তিনি আরও বলেন, ধূলিসাৎ হয়ে গেছে স্বাধীনতার ৫০ বছরে স্বপ্ন। কথা বলতে দেওয়া হয় না সাধারণ মানুষকে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ইলিয়াস আলী ছিলেন এ অঞ্চলের সাহসী নেতা। তাকে টার্গেট করে করে দেওয়া হয়েছে গুম। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিচার বিভাগও আজ স্বাধীন নয়। স্বাধীনতা নেই বিচারকদের। ডিসি এসপি আর আইন মন্ত্রণালয় যেভাবে চায় সেভাবে বিচায় হয়। জামিন হয় তাদের নির্দেশে। তিনি বলেন, আওয়ামী লীগের দুঃসাশনের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ এসেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি এনে দিয়েছিলেন তিনি। এই সরকার এসে আবার নষ্ট করে দিচ্ছে সবকিছু। সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। দীর্ঘ ৬ বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা বিএনপির।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ