Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১০:৩৬ এএম

সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুসহ ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ লোকজন।

মঙ্গলবার (২৯ মার্চ) ভোররাত থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্ব পার থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এছাড়া ভাবলা এলাকার ৩ নম্বর ব্রিজের উপর একটি বালু ভর্তি ট্রাক বিকল হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

বগুড়াগামী হানিফ পরিবহনের চালক রমজান মিয়া বলেন, সকাল ৭ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি এবং বিকল হওয়া ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়ে যাবে বলে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ