Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শুরু জাতীয় হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০০ এএম

২৪টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এস এস ট্রেডিং ৩২তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী দিনে বর্ডারগার্ড বাংলাদেশ ৪৯-১৩ গোলে হবিগঞ্জকে, আনসার ৩৪-১৬ গোলে জামালপুরকে, পুলিশ ৫২-১৪ গোলে জয়পুরকে, চট্টগ্রাম ৩০-৪ গোলে লালমনিরহাটকে, চাঁপাইনবাবগঞ্জ ২৬-১৫ গোলে সুনামগঞ্জকে, বান্দরবান ৩৭-৪ গোলে ফেনীকে, ঢাকা ৩৩-৮ গোলে ঠাকুরগাঁওকে, কুষ্টিয়া ৩১-১৭ গোলে দিনাজপুরকে ও পটুয়াখালী ১৬-৪ গোলে হবিগঞ্জকে হারায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, এস এস ট্রেডিংয়ের পরিচালক মাশরাফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস, হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আ ন ম ওয়াহিদ দুলাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে শুরু জাতীয় হ্যান্ডবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ