Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে পূজার জীবনাবসান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে স্ট্রবেরি ক্ষেতের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। স্ট্রবেরি ক্ষেতের পাশ থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানে। পুলিশের ধারণা, রাতের অন্ধকারে ঘর ছেড়ে ওই কিশোরী প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করেছিল। নিহত পূজা কর্মকার (১৭) আউশ গ্রামের দীপচন্দ্রপুর গ্রামের বাগানপাড়ার বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবারের পর যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন, তখন বাড়ি থেকে পালিয়ে যায় পূজা। কিন্তু কেউ তা টের পায়নি। এরপর সকালে অজয় নদের চরে একটি স্ট্রবেরি জমির পাশে পাওয়া যায় পূজার দেহ। এর আগে পূজা গত ১ মার্চ প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে জানতে পারে, সে নদিয়ার নবদ্বীপে রয়েছে। সেখান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে আনে পুলিশ। এ ঘটনায় পূজার মা দেবী কর্মকার বিহারের স্ট্রবেরি খেতের মালিক এবং তার কেয়ারটেকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পূজার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে পূজার জীবনাবসান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ