Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের অস্কারের মঞ্চ মাতাবেন যারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১০:৩১ এএম

চমক দিয়ে পুরনো রূপে ফিরছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। হলিউডের ডলবি থিয়েটারে ২৭ মার্চ (বাংলাদেশ সময় ২৮ মার্চ ভোর ৬টা ৩০ মিনিট) বসবে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। কারা পাচ্ছেন পুরস্কার, পারফর্ম করবেন, এমনকি উপস্থাপনা শুরু থেকেই সিনেবোদ্ধা ও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে এবারের আসরটি।

আগেই জানানো হয়েছে এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন কমেডিয়ান ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার ও অভিনেত্রী রেজিনা হল। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনা করবেন তিন নারী। তা ছাড়া ৩৫ বছর পর এক আসরে তিনজন সঞ্চালক নেওয়া হলো।

অস্কারের ৯৪তম আসরে মঞ্চে গাইবেন বিয়ন্সে। ‘কিং রিচার্ড’ ছবির ‘বি অ্যালাইভ’ গানের জন্য সেরা মৌলিক গান বিভাগেম মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এই গানটি গেয়েই মঞ্চ মাতাবেন তিনি। এ ছাড়া আরও পারফর্ম করবেন বিলি আইলিশ, সেভাস্তিয়ান যাত্রা এবং রেবা ম্যাকএনটায়ার। তবে অস্কারে মনোনয়ন পেলেও পারফর্ম করতে পারবেন না ভ্যান মরিসন। অস্কারের দিনে তার কনসার্টের শিডিউল আছে আগে থেকেই। তাই মঞ্চ মাতাতে পারছেন না তিনি।

এদিকে এবারের অস্কার কারা ঘরে তুলবেন তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এ বছর সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শাখায় মনোনীত হয়েছে কানাডার ডেনি ভিলন্যুভ পরিচালিত ‘ডুন’। সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন- পল থমাস অনড্রেসন, কেনেথ ব্রানগ, জন ক্যাম্পিয়ন, স্টিভেন স্পিলবার্গ ও রেসুক হামাগুচি।

সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন হাভিয়ের বারদেম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, অ্যান্ড্রু গারফিল্ড, উইল স্মিথ ও ডেনজেল ওয়াশিংটন। সেরা অভিনেত্রীর তালিকায় আছেন জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই), অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস), ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)।

বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রথমবারের মতো মনোনীত হয়েছে ভুটানের চলচ্চিত্র ‘লুনানা-অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’। এ ছাড়া এই বিভাগে অন্য চলচ্চিত্রগুলো হলো- ‘ড্রাইভ মাই কার’ (জাপান), ‘ফ্লি’ (ডেনমার্ক), ‘দ্য হ্যান্ড অব গড’ (ইতালি) ও ‘দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে)।

এবারের অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। এ ছাড়া হটস্টারেও সরাসরি দেখানো হবে। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হবে টুইটারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ