Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত লারা দত্ত, বাড়ি সিলগালা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ৯:৫৪ এএম

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী লারা দত্ত। সুরক্ষা অবলম্বনের জন্য ইতিমধ্যেই তার বাড়ি সিলগালা করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। তবে লারা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেননি। টুইটার বা ইনস্টাগ্রামেও এ বিষয়ক কোনও পোস্ট করেননি তিনি। এক পাপারাৎজি লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করতে পুরো বিষয়টি সামনে আসে।

সেই ছবিতে দেখা যায়, লারার বাসভবনের বাইরে এটিকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে একটি নোটিশ টানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র লারা ও তার পরিবারের সদস্যরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে লারার ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিবারের কোনও সদস্যের থেকেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

লারা দত্ত মিস ইউনিভার্সের খেতাব জেতার পর বলিউডের সিনেমায় নাম লেখান। এরপর একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এক সময়ে অভিনয়ে নিয়মিত থাকলেও মাঝে বেশ কয়েক বছর বিরতিতে ছিলেন তিনি।

লারাকে শেষ দেখা গিয়েছিল রঞ্জিত তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’ সিনেমাতে। অক্ষয় কুমার, হুমা কুরেশিদের পাশাপাশি ইন্দিরা গান্ধীর চরিত্রে নজর কেড়েছিলেন লারা। এছাড়াও ‘হিকাপস অ্যান্ড হুকআপস’, ‘কৌন বনেগি শিখরওয়াতি’র মতো ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ