মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অভাবনীয় জয়ে যুক্তরাষ্ট্রের মতোই হতবাক বহির্বিশ^। তবে ট্রাম্পের জয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন নিকটতম প্রতিবেশী মেক্সিকো। নির্বাচনী প্রচারণার বিভিন্ন সময়ে অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলেছিলেন। দেয়াল নির্মাণের পদক্ষেপ নিয়ে নানা সময়ে হাসাহাসি এমনকি নিজ দলের সমালোচনা সত্ত্বেও সিদ্ধান্তে অটল থেকেছেন ট্রাম্প। তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কিত মেক্সিকোবাসী। সব হিসাব-নিকেশ উল্টে দিয়ে গত বুধবার সকালেই মেক্সিকোকে মুখোমুখী হতে হয় ট্রাম্প ইভেক্টের। এদিন বিশ^বাজারে পড়েছে মেক্সিকান পেসোর মূল্য। প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ২০ পেসো। বেশিরভাগ মেক্সিকানের কণ্ঠে শোনা গেলে বিষাদের সুর। বুধবার সকালে স্থানীয় পানশালায় কর্মরত অ্যারিয়েল জামুরা (২৯) টেলিভিশনে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ দেখতে দেখতে বলেন, বেচারা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকানরা। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।