Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারির সুযোগ এখনো ফুরিয়ে যায়নি

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, হিলারির মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এখনো একটি উপায়ে হিলারি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করতে পারেন। তবে কী সেই উপায়? সে উপায় বেশ জটিল। এই পদ্ধতিতে সুযোগ থাকলেও খুব কমই এ পদ্ধতিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ইলেক্টোরাল কলেজের নির্বাচিত ইলেক্টররাই সত্যিকারের ভোটার যারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করেন। চলতি বছর ১৯ ডিসেম্বর তাদের নিজ নিজ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কাউকে ভোট দেয়ার জন্য তারা বাধ্য নন। এসব ইলেক্টররা চাইলেই একাট্টা হয়েই হিলারিকে প্রেসিডেন্টের আসনে বসাতে পারেন। খবরে বলা হয়, পপুলার ভোটে জয়ী হয়েও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন হিলারি ক্লিনটন। নিজেদের শক্ত ঘাঁটিতে জয় পেলেও তিনি মূল ব্যাটলগ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পিছিয়ে ছিলেন। নিউইয়র্ক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারির সুযোগ এখনো ফুরিয়ে যায়নি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ