Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতলক্ষ্যায় ধর্মঘটের আওতামুক্ত বালুবাহী বাল্কহেড ও অয়েল ট্যাংকার

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ পুন: নির্ধারণ, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধসহ নদীর নাব্যতা রক্ষার দাবিতে ২২ আগস্ট মধ্যরাত থেকে আহূত সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতির সমর্থনে বৃহস্পতিবারও নারায়ণগঞ্জে বন্ধ রয়েছে বিভিন্ন ধরনের নৌযানের চলাচল। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ায় নৌ ধর্মঘটের আওতামুক্ত থাকছে বালুবাহী ও অয়েল ট্যাংকার। তবে নারায়ণগঞ্জ থেকে স্বল্প দূরত্বের কিছু লঞ্চ ছেড়ে গেলেও দূরপাল্লার লঞ্চগুলো চলাচল করেনি। শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম তীরে নোঙর করে রয়েছে পণ্যবাহী নৌযান। জাহাজগুলো স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে নোঙর করে রাখলেও লোড-আনলোড হচ্ছে না। এতে করে কর্মহীন রয়েছে লোড-আনলোড শ্রমিকরাও।
বাংলাদেশ নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা সবুজ শিকদার জানান, বুধবার বিকেলে রাজধানী ঢাকায় মালিক-শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় বৈঠকে বালুবাহী বাল্কহেড মালিক সমিতি শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯ হাজার টাকা মেনে নেয়ায় বালুবাহী বাল্কহেড কর্মবিরতির আওতামুক্ত থাকছে। ইতোমধ্যে শীতলক্ষ্যা বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল শুরু হয়েছে। এর আগে অয়েল ট্যাংকার মালিক সমিতি দাবি মেনে নেয়ায় অয়েল ট্যাংকারগুলোও কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। এছাড়া বাকি শ্রমিকদের দাবি যতদিন পর্যন্ত মেনে নেয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীতলক্ষ্যায় ধর্মঘটের আওতামুক্ত বালুবাহী বাল্কহেড ও অয়েল ট্যাংকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ