মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ আগের দিনের তুলনায় কমেছে। মৃত্যুর সংখ্যাটাও কিছুটা কমেছে।
গতকাল থেকে আজ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমিত হয়েছেন আরও ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন। একই সময়ে ভাইরাসটি প্রাণ কেড়েছে আরও ৪ হাজার ৫৭০ জনের। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।
আগের দিনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭ লাখ ৬২ হাজার ৩৪৭ জন। আর মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৯৯ জন। অর্থাৎ গত একদিনে বিশ্বে করোনা সংক্রমণ কমেছে এক লাখ ৭৪ হাজার ৬১৪ এবং মৃতের সংখ্যা কমেছে ৫৪৯ জন।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বেশি করোনা সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই সময়ে ৩ লাখ ৩৯ হাজার ৩৯৬ জনের করোনা ধরা পড়ে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যু হয়েছে ৩৯২ জনের।
অন্যদিকে একই সময়ে দৈনিক মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৬৯২ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৯২৭ জনের।
এছাড়া জার্মানি নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭৪৬ জন, মৃত্যু ৩০০ জন; ফ্রান্সে নতুন আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন; মৃত্যু ১২১ জন; ইতালিতে নতুন আক্রান্ত ৭৫ হাজার ৬১৬ জন; মৃত্যু ১৪৬ জন; জাপানে নতুন আক্রান্ত ৪৯ হাজার ৬৩ জন, মৃত্যু ১২৯ জন এবং ব্রাজিলে নতুন আক্রান্ত ৩৪ হাজার ৫৭৬ জন, মৃত্যু ২৫৯ হয়েছেন জনের।
নতুন শনাক্তদের নিয়ে মহামারি শুরুর পর এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৬ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৩৭ জন এবং এই রোগে মারা গেছেন মোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮৯ জন।
এই সময়সীমার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৩৯ কোটি ৯০ লাখ ৭৪ হাজার ৮৮২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। এসব দেশে দুই বছরের বেশি সময় ধরে তাণ্ডব চালায় ভাইরাসটি।
উপায় না পেয়ে বিশ্বের অনেক দেশেই লকডাউন ঘোষণা করা হয়। এতে স্থবির হয়ে পড়ে মানুষের জীবনযাত্রা। করোনার প্রকোপ কমে এলে আস্তে আস্তে মানুষের চলাচল স্বাভবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।