বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোবিপ্রবিতে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের জীবিত ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা বিষয়ক একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহŸায়ক হিসেবে রয়েছেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান, বিএমএস বিভাগের প্রভাষক তাসনীম আলম। সদস্য সচিব হিসেবে রয়েছেন, নোবিপ্রবি উপাচার্য়ের একান্ত সচিব আবু জুবায়ের।
এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২৫ মার্চ রাতে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও নিষ্প্রদীপকরণ, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কেন্দ্রীয় শহিদ মিনারে পষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গার্ড অব অনার প্রদান, আলোকচিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ বিষয়ে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছরই বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে। স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও শহিদ সার্জেন্ট জহুরুল হকসহ জেলার ২১ বীর মুক্তিযোদ্ধাকে বিগত বছর সম্মাননা প্রদান করে নোবিপ্রবি। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।