Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নোবিপ্রবির নিয়োগ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০০ এএম

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সমাবেশে হয়েছে। গতকাল সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন-সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন। এসময় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, কর্মকর্তা-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব ইকবাল উজ্জ্বল, সদস্য ইসতিয়াক মো. ফয়সলসহ অনেকে।

বক্তারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষামন্ত্রণালয় কর্তৃক নিষেধাজ্ঞারকারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। শিক্ষা ছুটির বিপরীতে, অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের স্থায়ীকরণ প্রক্রিয়াও বাধাগ্রস্থ হচ্ছে। তাদের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ২বছর অতিক্রান্ত হয়েছে। এদিকে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী ও মাস্টার রোল কর্মচারিদের চাকরি স্থায়ী হচ্ছেনা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডে স্থবিরতা বিরাজ করছে। তাই বক্তারা নোবিপ্রবিতে সব ধরনের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবিপ্রবি

৮ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ