Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পগবার বিশ্বকাপ জয়ের পদক চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০১ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডারের স্ত্রী ছিলেন গ্যালারিতে। তাদের দুই শিশু সন্তানকে দেখাশোনা করার জন্য ছিলেন কেবল একজন আয়া। সেসময়ই তাদের বাসায় হানা দেয় একদল দুর্বৃত্ত। আরও অনেক কিছুর সঙ্গে তারা চুরি করে নিয়ে গেছে পগবার বিশ্বকাপ জয়ের পদকও। ফরাসি গণমাধ্যম লা ফিগোরার কাছে ২৯ বছর বয়সী পগবা গতপরশু বলেছেন, ‘চোরেরা আমার মায়ের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আমার বিশ্বকাপ জয়ের পদকও চুরি করেছে তারা।’
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে দলের পক্ষে তৃতীয় গোলটি করেছিলেন পগবা। আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপেদের সঙ্গে তিনিও আসরজুড়ে উপহার দিয়েছিলেন নজরকাড়া নৈপুণ্য।
আইভরিকোস্ট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে পগবা বর্তমানে আছেন ফ্রান্সের স্কোয়াডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পগবার বিশ্বকাপ জয়ের পদক চুরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ