Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় দু’গ্রামবাসীর সংঘর্ষ ভাংচুর লুটপাট - অগ্নিসংযোগ আহত ২৫

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৭:৪৩ পিএম | আপডেট : ৭:৫৬ পিএম, ২২ মার্চ, ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২২ মার্চ) উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া ও সোনাখোলা গ্ৰামে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, সকালে খেলাধুলায় বাধাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। এ সময় পাঁচটি বাড়ি ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।

কতিপয় দুষ্কৃতি দুইটি পাটকাঠির মাচায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা।
এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গণমাধ্যম কে জানান, জেলা সদর থেকে অতিরিক্ত আরও পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ